ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা মোকাবিলায় গবির প্রাণরসায়ন বিভাগ

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা মোকাবিলায় গবির প্রাণরসায়ন বিভাগ

স্যানিটাইজারের সংকট মোকাবিলায় এগিয়ে এসেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ।

ঝুঁকিতে থাকা অভাবগ্রস্ত ৫ হাজার মানুষকে বিনামূল্যে বিতরণের জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোটারি ইন্টারন্যাশনাল সংগঠনের অর্থায়নে প্রাণরসায়ন বিভাগের পরীক্ষাগারে গত দু’দিনে একশ মিলির হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়।

প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. ফুয়াদ হোসেন ও প্রভাষক শেখ শহিদুল ইসলামের তত্ত্বাবধানে এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়েছে।

রোটারি ও প্রাণরসায়ন বিভাগের সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের প্রভাষক মোক্তার আলী দিপু বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে নিজের বিবেকবোধ থেকে মানুষের সেবায় এগিয়ে এসেছি। দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ আজ চিকিৎসাসেবা পাচ্ছে না, করোনা থেকে প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা নেই। যদি আমাদের এ কার্যক্রম মানুষের কল্যাণে আসে, তবেই আমরা স্বার্থক।’

রোটারি ক্লাব অব উত্তরা মডেল টাউনের সভাপতি ডা. রেজওয়ানুল হক এলিন বলেন, ‘গণ বিশ্ববিদ্যালয় ছাড়াও আমরা শুধু ফার্মা এশিয়া এবং টিকে গ্রুপ থেকেও হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছি। দেশের বিভিন্ন অঞ্চলের অভাবগ্রস্ত মানুষের মাঝে এগুলো বিনামূল্যে বিতরণ করা হবে। প্রয়োজনবোধে উৎপাদন আরো বৃদ্ধি করা হবে।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন বলেন, ‘এমন সুন্দর একটি উদ্যোগ গ্রহণের জন্য রোটারিকে ধন্যবাদ জানাই। দেশের প্রয়োজনে গণ বিশ্ববিদ্যালয় সর্বদা পাশে থাকবে।’


গবি/রাকিবুল/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়