ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

করোনা মোকাবিলায় ১ কোটি টাকা দিচ্ছে রাবি

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা মোকাবিলায় ১ কোটি টাকা দিচ্ছে রাবি

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের বাসভবনে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী৷

তিনি বলেন, ‘সারাবিশ্ব থমকে গেছে করোনাভাইরাসের আক্রমণে৷ বাংলাদেশও এ আক্রমণের শিকার। তাই এ ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে ‘হোম কোয়ারেন্টিন’ এ থাকতে বলা হয়েছে। দুর্যোগকালে বিশ্ববিদ্যালয়ের আজ এক জরুরি সিন্ডিকেট সভায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’


রাবি/সাইফুর/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়