ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ডুয়েটে ওয়ার্কশপ ফর ফ্রেশার্স কর্মশালা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ডুয়েটে ওয়ার্কশপ ফর ফ্রেশার্স কর্মশালা

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের লক্ষ্যে ডুয়েট ক্যারিয়ার এন্ড রিসার্স ক্লাব-এর উদ্যোগে ‘ওয়ার্কশপ ফর ফ্রেশার্স’ শিরোনামে ভার্চুয়াল ক্যারিয়ার ওয়ার্কশপের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেল তিনটায় ডুয়েটের সহযোগী ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক রেজাউল করীম ওই কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ডুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.  ওবাইদুর রহমান কর্মশালার কার্যবিবরণী ঘোষণা করেন। এসময় বাংলাদেশ ছাত্রলীগ ডুয়েট শাখার সভাপতি তাইবুর রহমান এবং সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং ভার্সিটির ম্যানার্স এন্ড এটিকেট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় অনুষ্ঠানে। কর্মশালায় কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। উক্ত বিভাগের প্রধান অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ওবাইদুর রহমান এবং অধ্যাপক নিয়াজ মোর্শেদসহ ছাত্র প্রতিনিধিরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ওই কর্মশালায় বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের ৫৫০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন। ধারাবাহিকভাবে বিভাগ ভিত্তিক উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

 

ডুয়েট/আশরাফুল/মাহফুজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়