বইমেলায় ঢাবি শিক্ষার্থীর বই ‘কর্পোরেট হিরো’
ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম
অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তমা রশিদের বই ‘কর্পোরেট হিরো’। বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশনী।
এর আগে ২০২০ সালে লেখকের প্রথম বই ‘নেক্সট সেমিস্টার কোপাই দিমু’ প্রকাশিত হয়। তমা রশিদ শিক্ষাজীবনের পাশাপাশি কাজ করছেন একটি রেডিওর জকি হিসেবে। এর আগে একটি বেসরকারি টিভিতে সংবাদ উপস্থাপক ছিলেন।
প্রফেশনাল জীবনে আমরা সবাই হতে চাই হিরো, কর্পোরেট হিরো। আর কর্পোরেট হিরো কেবল নাম নয়, সামাজিক স্বীকৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তমা রশিদ মার্কেটিংয়ের উপর বই ও লেখালেখি পড়ে বাংলায় নিজের ভাষায় গুছিয়ে ও বিভিন্ন কোম্পানির উদাহরণ দিয়ে লিখেছে এই বইটি।
বইটি আত্ম সহযোগিতামূলক বই। যেসব শিক্ষার্থী ক্যারিয়ার নিয়ে সচেতন, তাদের এই বইটি বেশি কাজে আসবে। এতে আছে বেসিক মার্কেটিং কনটেন্ট, যা সবার জীবনে প্রয়োগ করা প্রয়োজন। বইটি অমর একুশে বইমেলায় অন্বেষা প্রকাশনীর স্টলে পাওয়া যাবে। প্রচ্ছদ মূল্য ২০০ টাকা।
ঢাকা/মাহি