ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

চবিতে চতুর্থবারের মতো হাল্ট প্রাইজ মুভমেন্ট

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ১০ আগস্ট ২০২১  
চবিতে চতুর্থবারের মতো হাল্ট প্রাইজ মুভমেন্ট

চতুর্থবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হাল্ট প্রাইজ মুভমেন্ট হচ্ছে। সফলভাবে পুরো আয়োজন সম্পন্ন করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টিম।

‌‘পৃথিবীকে স্বরূপে ফেরানো’ স্লোগানকে ধারণ করে ২০২৪ সালের মধ্যে ২০০০ কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জ নিয়ে এবারের কার্যক্রম শুরু করেছে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন। চবিতে এ মুভমেন্টের অন ক্যাম্পাস রাউন্ড বাস্তবায়নে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছেন ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতকিয়া সুবাত। পাশাপাশি ৭টি টিমে ৫৪ সদস্যের অর্গানাইজিং টিম গঠন করা হয়েছে।

ক্যাম্পাস ডিরেক্টর আতকিয়া সুবাত জানান, করোনার কারণে থমকে যাওয়া পৃথিবীকে আবার আগের গতিতে ফিরিয়ে আনতে হাল্ট প্রাইজের এবারের প্রচেষ্টা। ২০২২ সালের অন ক্যাম্পাস রাউন্ডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিমকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া আমার কাছে অত্যন্ত গৌরবের বিষয়। বিগত বছরগুলোর মতো এবারও আশা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সফলতার সাথে এ আয়োজনটি সম্পন্ন হবে।

আরো পড়ুন:

আয়োজক সুত্র জানায়, এই মুভমেন্টের অন ক্যাম্পাস রাউন্ডের জন্য খুব শিগগিরই রেজিস্ট্রেশন শুরু হবে। করোনা প্যান্ডামিকের কারণে রেজিস্ট্রেশন কার্যক্রম অনলাইনেই সম্পন্ন হবে।

গত বছর এ মুভমেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস রাউন্ডে ৩২১টি টিম রেজিস্ট্রেশন করেছিল। ফলে টিম রেজিস্ট্রেশনের ভিত্তিতে পুরো বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম। এবার এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠকরা।

উল্লেখ্য, জাতিসংঘের সাথে অংশীদারিত্বে ‘হাল্ট প্রাইজ’ হলো বিশ্বের বৃহত্তম ছাত্র সংগঠন, যা ১২১টির বেশি দেশের ৩০০০ এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে সাহায্য করেছে। হাল্ট প্রাইজ প্রতিবছর বিভিন্ন সামাজিক সমস্যাকে লক্ষ্য করে বিশ্বব্যাপী একটি বিজনেস আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করে। 

মাহবুব/মাহি 


সর্বশেষ

পাঠকপ্রিয়