ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বঙ্গবন্ধুকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে: পররাষ্ট্রমন্ত্রী 

জাককানইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ১৪ আগস্ট ২০২১   আপডেট: ১১:৪৯, ১৪ আগস্ট ২০২১
বঙ্গবন্ধুকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে: পররাষ্ট্রমন্ত্রী 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব আন্দোলন এবং সংগ্রাম বিভিন্ন প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষকে নিয়ে করেছেন। এজন্য আমাদেরও তাকে অনুসরণ করতে হবে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মােমেন। 

তিনি বলেন, মানুষকে নিয়ে কাজ করলে সহজভাবে সফল হওয়া সম্ভব। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে মানুষকে নিয়ে সব কাজ করছেন বলেই আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।  এজন্য সবাইকে হাতে হাত ধরে এগিয়ে যেতে হবে।   

আরো পড়ুন:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ১৫ আগস্ট জাতীয় শােক দিবস উপলক্ষে আয়ােজিত ‘রক্তস্নাত আগস্ট: বাঙালি জাতির গ্লানি’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় এই ওয়েবিনার হয়। 

এসময় অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মােস্তাফিজুর রহমান, ট্টেজারার অধ্যাপক মাে. জালাল উদ্দীন, বঙ্গবন্ধু নীল দলের সভাপতি অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, বঙ্গবন্ধু নীল দলের সাধারণ সম্পাদক ড. সেলিম আল্ মামুন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাে. মাসুদ চৌধুরী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি  ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, সঞ্চলনা করেন সহসভাপতি আল্ জাবির।

ফাহাদ/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়