ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিং হচ্ছে ঢাকা কলেজে

রায়হান হোসেন, ঢাকা কলেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ২৩ নভেম্বর ২০২১   আপডেট: ১২:৪৭, ২৩ নভেম্বর ২০২১
‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিং হচ্ছে ঢাকা কলেজে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের ৭ মার্চের ভাষণের শুটিং শুরু হয়েছে ঢাকা কলেজে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে কলেজের ফুটবল মাঠে বায়োপিকের শুটিং শুরু হয়।

১৯৭১ এর রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশটি ধারণ করা হবে। ১০ লাখ মানুষের সমাবেশ হবে এ মাঠে৷ রেসকোর্স ময়দান হিসেবে ঢাকা কলেজের মাঠকে সাজানো হয়েছে। চলচ্চিত্রটিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা আরিফিন শুভ।

আরো পড়ুন:

১৯৭০ পরবর্তী কালের ভারতের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগালের পরিচালনায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই বায়োপিকের শুটিং ঢাকা কলেজে হওয়ায় উচ্ছ্বসিত ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার এক ফেসবুক পোস্টে বলেন, আবারো ইতিহাসের অংশ হচ্ছে ঢাকা কলেজ। বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজিত বঙ্গবন্ধুর বায়োপিকের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ চিত্রায়িত হবে ঢাকা কলেজের ফুটবল মাঠে। ১৯৭০ পরবর্তী কালের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল ছবিটি পরিচালনা করছেন। শিক্ষক পরিষদ সম্পাদকসহ হল সুপাররা এ বিষয়ে সার্বক্ষণিক খেয়াল রাখছেন।

আবাসিক শিক্ষার্থী সৈকত হাসান বলেন, ঢাকা কলেজের মাঠে বঙ্গবন্ধুর এই বায়োপিকটা হচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের। ঢাকা কলেজ আবারো একটি ইতিহাসের অংশ হতে যাচ্ছে। আমিও এই ঐতিহাসিক মুভির অংশ হতে পারছি, যা আমার জন্য সম্মানের।

উল্লেখ্য, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিক নির্মাণ করা হচ্ছে। চলতি বছরের ২১ জানুয়ারি ভারতের ফিল্ম সিটি মুম্বাইয়ে চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছিল। সেপ্টেম্বরে বাংলাদেশে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও করোনাভাইরাসের কারণে তা পেছানো হয়। নভেম্বরের শেষের দিকে আবোর এ শুটিং শুরু হয় ঢাকা কলেজে।

/মাহি/


সর্বশেষ

পাঠকপ্রিয়