ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

পথশিশুদের একবেলা খাবার খাওয়ালো জাবি শিক্ষার্থীরা

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ১৪ ডিসেম্বর ২০২১  
পথশিশুদের একবেলা খাবার খাওয়ালো জাবি শিক্ষার্থীরা

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে ছিন্নমূল পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলের ৪৮ ব্যাচের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এর আগে শহীদদের স্মরণে দোয়া মাহফিল হয়। 

এসময় শিক্ষার্থী জাহিদ হাসান জীম বলেন, আমরা প্রতিদিনই ভালো খাবার খেতে পারি কিন্তু এই অসহায় পথশিশুগুলো চাইলেও খেতে পারেন না। তাই আমরা এই বিশেষ দিনটি উপলক্ষে ছিন্নমূল পথশিশুদের কাছাকাছি এসেছি, মিশতে পেরেছি এবং তাদের মুখে এক বেলার জন্য হলেও ভালো খাবার তুলে দিতে পেরেছি। আশাকরি এমন উদ্যেগ আগামীতেও আমরা অব্যাহত রাখবো। 

আরো পড়ুন:

উপস্থিত এক পথশিশু বলে, আমার নাম রহিম। আমি ক্যাম্পাসে চা বিক্রি করি। অনেক দিন পর এত ভালো খাওন পেয়েছি। এগুলো আমাদের ভাগ্যে সবসময় জোটে না। এই হলের বড় ভাইরা আমিসহ অনেককে খাবার দিয়েছে। 

আবুল কালাম নামে এক পথশিশু খাবার খেতে খেতে বলে, খাবার অনেক মজা হয়েছে। অনেক দিন পর এত মজার খাবার খেতে পারছি। এই হলের বড় ভাইরা অনেক ভালো। আমাদের ডেকে এনে খাবার দিছে। 

এসময় আয়োজক ব্যাচের শিক্ষার্থীরা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, আজকের এই দিনেই পাকিস্তানি ঘাতকের দল ও তাদের দেশীয় দোসররা বাঙালির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। তাই জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় আমরা প্রথমে দোয়া মাহফিলের আয়োজন করেছি। শেষে কিছু পথশিশুর মাঝে খাবার বিতরণ করেছি।

ইমন/মাহি 


সর্বশেষ

পাঠকপ্রিয়