কুবিসাসের নির্বাচন ৩০ ডিসেম্বর
কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর নির্বাচন আগামী বুধবার (৩০ ডিসেম্বর)।
রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শামিমুল ইসলাম, নির্বাচন কমিশনার মোহাম্মদ মাকসুদুল করিম ও ফাহাদ জিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তফসিল ঘোষণা করা হয়।
জানা যায়, আগামী ২৭ ডিসেম্বর বিকাল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি ও জমা দিতে হবে। মনোনয়ন প্রত্যাহার করা যাবে পরের দিন (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে একইদিন বিকাল ৪ টায়। নির্বাচন হবে ৩০ ডিসেম্বর। সমিতির সদস্যরা ভোট দিতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এর আগে গত ২৫ ডিসেম্বর শিক্ষক সমিতির সভাপতি ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. শামিমুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ মাকসুদুল করিম ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক ফাহাদ জিয়াকে নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ এর মধ্য দিয়ে সপ্তম কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন হবে।
শরীফ/মাহি