কুবির পরিসংখ্যান বিভাগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের নবীন বরণ এবং ৮ম ও ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কাইসারের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী।
দুলাল চন্দ্র নন্দী বলেন, আমি বিদায়ী শিক্ষার্থীদের দেশ ও দশের উন্নয়নে কাজ করতে আহবান করবো। জীবনে সব বাঁধা পেরিয়ে তোমরা সফল হও। বিশ্ববিদ্যালয়ের মান অক্ষুণ্ণ রেখে তোমরা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করবে এই আশা করছি।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, আমি নবীনদের ফুলেল শুভেচছা জানাচ্ছি এবং যারা বিদায় নিচ্ছেন তাদের সফলতা কামনা করছি। আমি বিদায়ী শিক্ষার্থীদের বলবো আপনাদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করতে হবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য কাজ করতে হবে। বাবা মায়ের স্বপ্ন পূরণ করবেন এবং কর্মক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমি নবীনদের শুভেচ্ছা জানাচ্ছি। যারা অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। বিদায়ী শিক্ষার্থীদের বলবো বিশ্ববিদ্যালয় তোমাদের কখনো ডিসকানেক্ট করবে না। আমি আশা করবো তোমরা সমস্ত ক্ষেত্রে তোমাদের সততা, মেধা এবং প্রতিভার সাথে দায়িত্ব পালন করবে এবং পরিবারের স্বপ্ন পূরণ করতে চেষ্টা করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বন্ধুদের ভুলে যাবে না।
শরীফ/মাহি