ঢাকা     সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

ইউআইইউর রোভাররা যুক্তরাষ্ট্রের রোভার চ্যালেঞ্জের ফাইনাল রাউন্ডে

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ৩১ মার্চ ২০২২   আপডেট: ১৩:৩১, ৩১ মার্চ ২০২২
ইউআইইউর রোভাররা যুক্তরাষ্ট্রের রোভার চ্যালেঞ্জের ফাইনাল রাউন্ডে

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ‘ইউআইইউ মার্স রোভার’ দল মার্স সোসাইটির ‘ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২২’-এর ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে। আগামী ১-৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ উতাহ’তে বিখ্যাত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে ফাইনাল রাউন্ড হবে। 

মার্স সোসাইটি প্রতিবার ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ এই রোবোটিকস প্রতিযোগিতার আয়োজন করে থাকে। 

বিশ্বের ৯৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউআইইউ ১০০’র মধ্যে ৯০.৯২ নম্বর অর্জন করে। দলটির সরাসরি তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রভাষক আকিব জামান। প্রভাষক জামান এমআইএসটি মঙ্গোল বারোতার টিম লিডার হিসাবে ইউআরসি ২০২১-এর ভার্চুয়াল ফাইলালে শীর্ষস্থান অর্জন করেছিলেন।

আরো পড়ুন:

‘ইউআইইউ মার্স রোভার’ দলে সিএসই, ইইই এবং ব্যবসায় প্রশাসন বিভাগের ২৫ জনেরও বেশি শিক্ষার্থী রয়েছেন। টিম লিডারের নেতৃত্বে দলের সদস্যদের ইলেকট্রিক্যাল, সফটওয়্যার, মেকানিক্যাল, কমিউনিকেশন, সায়েন্স এবং ম্যানেজমেন্ট নামে ৬টি সাব টিমে বিভক্ত করা হয়েছে। 

এই প্রকল্পের টিম লিডার সিএসই বিভাগের শিক্ষার্থী রকিব হাসান। ম্যানেজমেন্ট সাব টিমে দীপ চক্রবর্তী, মেকানিক্যাল সাব টিমে আবিদ হোসাইন, ইলেকট্রিক্যাল সাব টিমে আহম্মেদ জুনায়েদ তানিম, সফটওয়্যার সাব টিমে আব্দুল্লাহ আল-মাসুদ, কমিউনিকেশন সাব টিমে টিএম আল-আনাম এবং সায়েন্স সাব টিমে জিদান তালুকদার নেতৃত্ব দিচ্ছেন।  

দলটি এমডিআরএসসহ তাদের উন্নত মার্স রোভার প্রোটোটাইপ ‘ম্যাভেন’ এবং মার্স এরিয়াল সিস্টেম প্রোটোটাইপ ‘ইকারাস’ নিয়ে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২২-এর ফাইনাল রাউন্ডে ইউআইইউ ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

সাদাত/মাহি 


সর্বশেষ

পাঠকপ্রিয়