নোবিপ্রবির প্রতিবন্ধী শিক্ষার্থীদের ফি মওকুফ
নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন শিক্ষাবর্ষে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের সেমিস্টার ফি ও পরীক্ষার ফি অর্ধেক মওকুফ এবং হলের আবাসন ফি পূর্ণ মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের নোটিশে এসব জানানো হয়।
নোটিশে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের সেমিস্টার ফি ও পরীক্ষার ফি অর্ধেক মওকুফ এবং হলের আবাসন ফি পূর্ণ মওকুফ করা হয়েছে।
ফলে অর্ধেক ফি দিয়ে সেমিস্টার ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা। এ ছাড়াও, আবাসিক হলে থাকার ক্ষেত্রে প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবাসিক ফি দিতে হবে না।
ফাহিম/মাহি