কুবি আইকিউএসি’র নতুন পরিচালক ড. রশিদুল ইসলাম
কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক হলেন লোক প্রসাশন বিভাগের অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখ। আগামী তিন বছর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর এতথ্য জানায়। এর আগে বুধবার ডেপুটি রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।
এর আগে লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন অধ্যাপক রশিদুল ইসলাম। আইকিউএসির পরিচালক হওয়ায় বিভাগীয় প্রধান হিসেবে তার স্থলাভিষিক্ত হন অধ্যাপক ড. মাসুদা কামাল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখ আইকিউএসি'র পরিচালক পদে যেদিন যোগদান করবেন, সেদিনই তিনি লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি প্রাপ্ত হবেন।
লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ধারা ২৪(২) মোতাবেক অধ্যাপক ড. মাসুদা কামালকে নিয়োগ প্রদান করা হলো। এ নিয়োগ অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখের আইকিউএসি'র পরিচালক পদে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
শরীফ/মাহি