ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

রাবি ও রুয়েট ছাত্রলীগের সম্মেলন ১২ নভেম্বর

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ২৬ অক্টোবর ২০২২  
রাবি ও রুয়েট ছাত্রলীগের সম্মেলন ১২ নভেম্বর

আগামী ১২ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ নভেম্বর রাবি ও রুয়েট শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ে সম্মেলন আয়োজন করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘রাবি ছাত্রলীগ সম্মেলনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ১২ নভেম্বর সম্মেলনের মাধ্যমে সুষ্ঠু পরিবেশে সৎ ও যোগ্য ব্যক্তির হাতে নতুন দায়িত্ব তুলে দিতে চাই আমরা।’

এর আগে, গত রোববার নতুন কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। সর্বশেষ ২০১৬ সালের ১১ ডিসেম্বর রাবি ছাত্রলীগের কমিটি ঘোষণা হয়। আর রুয়েট ছাত্রলীগের সম্মেলন হয় ২০১৬ সালের ৭ ডিসেম্বর।

শিরিন সুলতানা/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়