ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

চবি ছাত্রলীগ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ১০ মে ২০২৩   আপডেট: ১১:২৮, ১০ মে ২০২৩
চবি ছাত্রলীগ নেতার পদত্যাগ

চবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আবু সাঈদ মারজান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত এমন অভিযোগ তুলে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আবু সাঈদ মারজান। 

গতকাল মঙ্গলবার (৯ মে) এই ছাত্রলীগ নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিজেই নিশ্চিত করেছেন মারজান। 

মারজান জানান, চবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নানা বিতর্কিত কর্মকাণ্ডের ফলে সংগঠনের ভাবমূর্তি ক্রমাগত ক্ষুন্ন হচ্ছে। তাদের নোংরা কাজের কারণে নষ্ট হচ্ছে সংগঠনের ভাবমূতি। বর্তমান কমিটি নানা সময়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে  এবং কমিটির সর্বোচ্চ পদধারীরা ব্যক্তিগত কারণে নেতিবাচকভাবে বারবার সমলোচিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। তাই স্বেচ্ছায় যুগ্ম-সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছি।

আরো পড়ুন:

এদিকে পদত্যাগকারী যুগ্ম সম্পাদকের অভিযোগ অস্বীকার করে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, সংগঠনের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র চলছে। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অন্য যেকোনো সময়ের চেয়ে এখন আরও বেশি শক্তিশালী। কোনো বিতর্কিত কর্মকাণ্ডের সাথে ছাত্রলীগের কোনো নেতাকর্মী সম্পৃক্ত নয়।

রেজাউল/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়