ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ সেপ্টেম্বর

রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ২৫ আগস্ট ২০২৩   আপডেট: ১২:৪৭, ২৫ আগস্ট ২০২৩
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ সেপ্টেম্বর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের শিক্ষা কার্যক্রম শুরু আগামী ৩ সেপ্টেম্বর (রোববার)।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ- এর সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির সকল বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষা কার্যক্রম আগামী ০৩-০৯-২০২৩ তারিখ সকাল ১০টায় শুরু হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হল।’

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম রবি ঠাকুরের পুণ্যভূমিতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবর্তমান বিশ্বের চাহিদা পূরণে সক্ষম দক্ষ, যোগ্য, সংস্কৃতিবান মানবসম্পদ তৈরির লক্ষ্যে তার অভিযাত্রা অব্যাহত রেখেছে। নবীন শিক্ষার্থীরাও দক্ষ ও যোগ্য হয়ে গড়ে উঠবে, এই আমাদের প্রত্যাশা। অভিভাবকগণ অনেক স্বপ্ন নিয়ে ছেলে-মেয়েদের উচ্চতর পড়ালেখার জন্য বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করেন, আমাদের দায়িত্ব তাদের সেই স্বপ্নকে সার্থকরূপ দেয়ার। এক্ষেত্রে শিক্ষার্থীদের ভূমিকাই মুখ্য, আমরা তাদের দিকনির্দেশনা দিয়ে সহায়তা করি। আমাদের শিক্ষকগণ দায়িত্ব সচেতন ও নিষ্ঠাবান।  তাদের সাহচর্যে শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে গড়ে উঠবে। নবীন শিক্ষার্থীরা এই পুণ্য মাটির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়ে রবীন্দ্রনাথের যে শিক্ষা-সংস্কৃতি-দর্শন রয়েছে, তাতে স্নাতক হতে পারলেই আমাদের অভীষ্ট অর্জিত হবে। তাদের আগমনের মধ্যদিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নতুন ছন্দ পাবে। শিক্ষার সঙ্গে সংস্কৃতির সংযোগ ব্যতিরেকে সম্পূর্ণ মানুষ হওয়া যায় না, নবীন শিক্ষার্থীদের সেকথাটি পুনরায় মনে করিয়ে দিতে চাই।’ 

উপাচার্য নবীন শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে অন্তরে ধারণ ও লালন করার আহ্বান জানান। তিনি নবীনদের শুভকামনা জানিয়েছেন এবং তাদের নব অভিযাত্রার সাফল্য কামনা করেছেন।

প্রসঙ্গত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পাঁচটি বিভাগে প্রায় ৯শ শিক্ষার্থী অধ্যয়ন করছে।

হাবিবুর রহমান/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ