ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

র‌্যাগিংয়ের অভিযোগে শাবিপ্রবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০০, ৩ সেপ্টেম্বর ২০২৩  
র‌্যাগিংয়ের অভিযোগে শাবিপ্রবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

র‌্যাগিংয়ের দায়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রক্টর জানান, র‌্যাগিংয়ের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সত্যতা পাওয়ায় পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ইসরাত জাহান ও জহিরুল ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা দুজন প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

তিনি বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক হিসেবে আছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুন এবং সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর ড. আহসান হাবীব ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মো. ওমর ফারুক।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট নিজ বিভাগে নবীনবরণ শেষে প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীকে র‌্যাগ দেয়ার অভিযোগ ওঠে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।

নূর/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়