ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

সনাতন ধর্মাবলম্বীদের বরণ করে নিলো কুবির পূজা উদযাপন পরিষদ

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ৬ সেপ্টেম্বর ২০২৩  
সনাতন ধর্মাবলম্বীদের বরণ করে নিলো কুবির পূজা উদযাপন পরিষদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ১৬তম আর্বতনের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এই আয়োজন করা হয়। দীপ চৌধুরীর সঞ্চালনায় ও পরিষদের সভাপতি ধ্রুব বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ১৬তম আবর্তনের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মৃণাল কান্তি গোস্বামী বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে হবে, এজন্য তোমাদের এগিয়ে যেতে হবে। আমার অনুরোধ, তোমরা এমন কোনো কাজে জড়িয়ে যাবে না যার দ্বারা এই প্রতিষ্ঠানের দেশ ও সমাজের কাছে মাথা নত করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো প্রথমেই তোমাদের অভিনন্দন জানাচ্ছি। আমার কিছু ভিশন আছে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে। এজন্য সকলের সহযোগিতা দরকার। মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের দারুন উন্নতি হচ্ছে।’ 

তিনি আরো বলেন, ‘আমি এখানে শুধু ফাইল সাইন করার জন্য আসিনি, বিশ্ববিদ্যালয়কে নেতৃত্বস্থানীয় জায়গায় নিয়ে যেতে চাই। মেধাবৃত্তি চালু করেছি, গবেষণা ও পাবলিকেশনে সুবিধা বৃদ্ধি করছি ও সকলকে উৎসাহিত করছি। খুব অল্প সময়ের মধ্যেই হাই র‍্যাংকড জার্নালে আমাদের শিক্ষকরা গবেষণা প্রকাশ করছে। গুচ্ছেও পছন্দের তালিকায় পর পর দুই বছর আমরা শীর্ষে।’

পূজা উদযাপন পরিষদের সভাপতি ধ্রুব বিশ্বাস বলেন, ‘আমি উপাচার্য স্যারসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। উপাচার্য স্যার যে অগ্রযাত্রায় শামিল হয়েছেন তাকে আমরা সাধুবাদ জানাই। পাশাপাশি স্যারকে হেয় প্রতিপন্ন করার মতো ষড়যন্ত্র যারা করছে পূজা উদযাপন পরিষদ সবসময়ই তার বিপক্ষে থাকবে।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমদাদুল হক/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ