ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

সহযোগী অধ্যাপক হলেন রাজশাহী কলেজের ১১ শিক্ষক

রাজশাহী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ২৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৫:৪১, ২৮ সেপ্টেম্বর ২০২৩
সহযোগী অধ্যাপক হলেন রাজশাহী কলেজের ১১ শিক্ষক

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের ৬৯০ জন শিক্ষককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে রাজশাহী কলেজে কর্মরত সহকারী অধ্যাপকদের মধ্যে ১১ জন সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব রেবেকা সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পদোন্নতির বিষয়টি জানানো হয়।

পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন: ইংরেজি বিভাগের মো. আব্দুল মালেক এবং কৃষ্ণা কাবেরী, ইতিহাস বিভাগের রতন উদ্দিন আহম্মেদ, উদ্ভিদবিদ্যা বিভাগের ড. মো. শরিফুল ইসলাম এবং ড. মো. মোমতাজ আলী সরকার, দর্শন বিভাগের মো. সাইফুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের মোছাম্মৎ ফাহমিদা আখতার কুস্তরী, ভূগোল বিভাগের মো. মনিরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোছা. জান্নাতুন নেছা, সমাজবিজ্ঞান বিভাগের আবু জোহা মো. জাস্টিসুল হায়দার, হিসাববিজ্ঞান বিভাগের মো. মমতাজ উদ্দিন মোল্লা ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদান করে আগের পদের দায়িত্ব পালন করবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। ইনসিটু বা সংযুক্ত সহযোগী অধ্যাপকরা মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তরের পরিবর্তে সংযুক্ত কর্মস্থলের নির্ধারিত হারে বেতন ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। 

এদিকে সারাদেশে পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হওয়া শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মধ্যে অর্থনীতির ৪০ জন, আরবি ও ইসলামী শিক্ষার ২২ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ৩৭ জন, ইংরেজির ৫৯ জন, ইতিহাসের ৩৫ জন, উদ্ভিদবিদ্যার ৩৫ জন, কৃষিবিজ্ঞানের ২ জন, গার্হস্থ্য অর্থনীতির ২ জন, গণিতের ৩২ জন, দর্শনের ৩২ জন, পদার্থবিদ্যর ৩৫ জন, পরিসংখ্যানের ৪ জন, প্রাণিবিদ্যার ৩৬ জন, বাংলার ৫৯ জন, ব্যবস্থাপনার ৪৭ জন, ভূগোলের ১৪ জন, মনোবিজ্ঞানের ৭ জন, রসায়নের ৪০ জন, রাষ্ট্রবিজ্ঞানের ৬৬ জন, সমাজকল্যাণের ১৩ জন, সমাজবিজ্ঞানের ১৫ জন, সংস্কৃতের ১ জন, হিসাববিজ্ঞানের ৪৭ জন কর্মকর্তা রয়েছেন।

এছাড়া শিক্ষক প্রশিক্ষণ কলেজের কর্মকর্তাদের মধ্যে ইসলামী আদর্শ (টিটিসি) ১ জন, ইংরেজি (টিটিসি) ১ জন, ইতিহাসের (টিটিসি) ১ জন, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের (টিটিসি) ১ জন, গণিতের (টিটিসি) ১ জন, প্রফেশনাল ইথিক্সের (টিটিসি) ১ জন, বাংলার (টিটিসি) ১ জন, ভূগোলের (টিটিসি) ১ জন, রাষ্ট্রবিজ্ঞানের (টিটিসি) ১ জন ও বিজ্ঞানের (টিটিসি) ১ জন রয়েছেন।

এস আলী দুর্জয়/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়