ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

রাজশাহী কলেজের শিক্ষার্থী সিরাজের বাঁচার আকুতি

রাজশাহী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ১৮ অক্টোবর ২০২৩  
রাজশাহী কলেজের শিক্ষার্থী সিরাজের বাঁচার আকুতি

রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সিরাজুল ইসলাম সিরাজ। রাজশাহীর কাটাখালি এলাকার মধ্যবিত্ত পরিবারের জন্ম নেওয়া সিরাজ সবসময় ছুটে বেড়িয়েছেন মানুষের জন্য, বৈষম্যহীন সমাজের জন্য। পাশে থেকেছেন সামর্থের মধ্যে সব ধরনের সামজিক কার্যক্রমে।

পড়াশোনার পাশাপাশি রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব, স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাব, বসুন্ধরা শুভসংঘসহ কলেজর প্রায় সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন তিনি। অনেকগুলো সংগঠন প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে সিরাজের হাত ধরেই। বন্যার ত্রাণ, শীতে দুস্থ মানুষের কাপড়, অসুস্থ-দুস্থ-অসহায় মানুষের জন্য টাকা সংগ্রহ করেছেন একান্ত নিজের কাজ মনে করে। 

পড়াশোনা শেষে ঢাকায় একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো চাকরিও জুটেছিল তার। ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই সিরাজই সবার সাহায্যপ্রার্থী। তিনি মরণব্যাধী ব্রেইন টিউমারে আক্রান্ত। প্রতিবেশী দেশ ভারতে চিকিৎসাধীন অবস্থায় গত দেড় বছরের তার মস্তিষ্কে সাতবার অস্ত্রোপচারের পর টিউমার অপসারণ করা সম্ভব হলেও এখন দিতে হবে কেমো ৷

তবে গত দুই বছরে দেশ বিদেশ চিকিৎসা ব্যয়ভারে তার পরিবার ক্লান্ত। অর্থাভাবে এখন তার চিকিৎসা প্রায় থমকে গেছে । এখন সিরাজের দ্রুত চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন।

সিরাজকে আর্থিক সহযোগিতার করতে নিচের মাধ্যমগুলোতে টাকা পাঠানোর অনুরোধ করা হলো। সাহায্যের জন্য বিকাশ - ০১৭৯৮১৯১৫০৯ (শুভাষীশ), রকেট-  ০১৭৯৮১৯১৫০৯ (শুভাষীশ) ও নগদ- ০১৭৯৮১৯১৫০৯ (শুভাষীশ)।

দুর্জয়/মেহেদী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়