ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

রাবি জিয়া পরিষদের প্রতীকী অনশন

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ১৮ অক্টোবর ২০২৩  
রাবি জিয়া পরিষদের প্রতীকী অনশন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে প্রতীকী অনশন এবং অবস্থান কর্মসূচির পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জিয়া পরিষদ। বুধবার ( ১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের পাশে এ কর্মসূচি পালন করেন তারা।

পরে দুপুর পৌনে ১২ টার দিকে পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রফিকুল ইসলাম অনশনকারীদের পানি ও জুস পান করিয়ে অনশন ভাঙান।

এসময় 'আইয়ুব থেকে হাসিনা, স্বৈরাচার মানি না', 'বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে', 'গণতন্ত্র প্রতিষ্ঠায় দরকার, খালেদা জিয়া সরকার', 'এই মূহুর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার' ইত্যাদি লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।

কর্মসূচিতে কেন্দ্রীয় জিয়া পরিষদের উপদেষ্টা রফিকুল ইসলাম বলেন, ‘সরকার অজুহাত দিয়ে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা নিতে বাধা দিচ্ছে। সরকারের মানবিকতার অভাবের কারণে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দিতে চাচ্ছে না। আমরা দেশের ক্লান্তিলগ্নে অবস্থান করছি। কারণ সরকার আবার রাতের নির্বাচন করতে চাচ্ছে৷ কিন্তু জনগণ সেটা আর হতে দিবে না৷ তারা তাদের অধিকার চায়।

তিনি আরও বলেন, বর্তমান সরকার উন্নয়নের কথা বলে, অথচ ঋণের পরিমাণ এতোই বেশি যে, সেটাকে কখনো উন্নয়ন বলা যায় না। বরং তারা সাধারণ মানুষের অর্থনৈতিক নাজেহাল অবস্থা সৃষ্টি করছে।

রাবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এনামুল হক বলেন, বিএনপি সরকার কখনো অবৈধভাবে ক্ষমতায় আসেনি। অথচ আওয়ামীলীগ অবৈধ উপায় ছাড়া ক্ষমতায় আসতে পারেনি। বর্তমান রিজার্ভের পরিমাণ শূন্যের কোটায়। কিন্তু তারা মুখে বড় বড় কথা বলে। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া আর নির্বাচনে যাব না। তাদের অধীনে নির্বাচনে গেলে দেশ ফিলিস্তিনে রুপান্তর হয়ে যাবে।

কর্মসূচিতে জিয়া পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক কুদরত-ই-জাহানের সঞ্চালনায় পরিষদের সভাপতি অধ্যাপক এনামুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদুল ইসলাম, সহ-সভাপতি মামুনুর রশীদ ও অধ্যাপক হাবিবুর রহমান, কেন্দ্রীয় জিয়া পরিষদের উপদেষ্টা রফিকুল ইসলাম ও অধ্যাপক নজরুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এসএম মাহমুদুল হাসান মিটুসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শাকিবুল/মেহেদী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়