ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

দীর্ঘ ছুটিতে সরকারি তিতুমীর কলেজ 

তিতুমীর কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ২০ অক্টোবর ২০২৩  
দীর্ঘ ছুটিতে সরকারি তিতুমীর কলেজ 

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দীর্ঘ নয় দিনের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত পূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম ও পূর্ণিমার অবকাশকালীন ছুটি উপলক্ষে কলেজের ক্লাস স্থগিত থাকবে। তবে এসময় কলেজটির ছাত্রাবাস ও ছাত্রীবাস চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ছুটি চলাকালে ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত স্ব স্ব বিভাগে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ সকাল সাড়ে ৯টায় কলেজে উপস্থিত হয়ে অধ্যক্ষের কক্ষে উপস্থিতি স্বাক্ষর করবেন। এরপর দুপুর ২টা পর্যন্ত বিভাগীয় দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য অনুরোধ করা হলো।

সিয়াম/মেহেদী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়