ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

টিএসসিতে ঝুঁকি নিয়ে খেলা দেখছেন দর্শকরা

আসাদুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ৫ নভেম্বর ২০২৩   আপডেট: ০৯:০৪, ৫ নভেম্বর ২০২৩
টিএসসিতে ঝুঁকি নিয়ে খেলা দেখছেন দর্শকরা

সাদ্দাম ও নাজমুল চা বিক্রি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড়ে। তাদের সামনেই গাছ  ভেঙে পড়ে এক রিকশাওয়ালার মৃত্যু হয়। সেদিনের পর থেকে বিকেল পাঁচটায় দোকান খুলছেন তারা ব্যবসায় হচ্ছে ক্ষতি। এমনই দুঃখের কথা জানাচ্ছিলেন এ দুজন চা বিক্রেতা। টিএসসিতে বুদ্ধ নারিকেল গাছটির নিচে তারা জীবনের ঝুঁকি নিয়েই ব্যবসা করছেন । গাছটিকে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম ঝুঁকিপূর্ণ ঘোষণা করে অনেক আগেই সাইন বোর্ড লাগিয়েছিল।

সবচেয়ে চিন্তার বিষয় হলো, এই গাছটির পাশেই চলছে বড় পর্দায় বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখা। ডাক বিভাগের প্রতিষ্ঠান নগদের পক্ষ থেকে এ খেলা দেখার আয়োজন করা হয়েছে। টিএসসি এমনিতেই অনেক মানুষের আনাগোনার জায়গা। প্রতিদিন খেলা উপলক্ষে অনেক মানুষ জমায়েত হন এখানে। যে কোনো মুহূর্তে গাছটি ভেঙে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এর আগে বাংলাদেশের খেলা চলাকালে একটি গাছের ডাল ভেঙে পড়েছিল। তবে এতে আহত হননি।

এ নিয়ে ঢাবির দর্শন বিভাগের শিক্ষার্থী শান্তি জীবন তঞ্চঙ্গা বলেন, ‘গাছটি অতিসত্বর কেটে ফেলা দরকার। কিন্তু প্রশাসনিক দীর্ঘ সুত্রিতায় অনেকগুলো জীবন ঝুঁকিতে আছে। তাছাড়া পরিবেশবাদীদের একটা বিরোধীতাও অপ্রত্যাশিত নয়। সব মিলিয়ে জরুরি এ কাজটিতে বিলম্ব হচ্ছে, যা একেবারেই কাম্য নয়।’

জিনাত জেরিন নামে ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী জানান, ছাত্রদের ঐক্যবদ্ধ হয়ে এ বিষয়টি প্রশাসনকে জানাতে হবে। প্রয়োজনে প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে আওয়াজ তুলতে হবে। অন্যত্থায় কখন কার জীবন বিপন্ন হবে তা বলা যায় না।'

নগদের ফিল্ড অফিসার মোহাম্মদ আল আমিনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি উর্দ্ধতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। খুব রিসেন্টলি একটি মিটিং হয়েছে। আশা করি দ্রুতই আমরা সমাধান করতে পারব।’

/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়