ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

হাবিপ্রবিতে রেজাল্ট প্রসেসিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ৯ নভেম্বর ২০২৩  
হাবিপ্রবিতে রেজাল্ট প্রসেসিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কর্মকর্তাদের নিয়ে ‘স্টুডেন্টস রেজাল্ট প্রসেসিং সিস্টেম অ্যান্ড অনলাইন এনরোলমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ইসিই কম্পিউটার ল্যাব রুমে কর্মশালার উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আইটি সেলের কো-অর্ডিনেটর অধ্যাপক মো. মেহেদী ইসলাম। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. তহিদার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শাহ্ মইনুর রহমান।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন- হাবিপ্রবির আইটি সেলের সিনিয়র প্রোগ্রামার মো. ওয়ালিদ ইসলাম, কম্পিউটার প্রোগ্রামার মো. আতিকুর রহমান, কম্পিউটার প্রোগ্রামার মো. রাশেদুল ইসলাম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ রচনায় নিজেকে নিয়োজিত করেছেন। আমাদের সকলকে স্মার্ট সিটিজেন হতে হবে। বর্তমান পৃথিবীতে প্রযুক্তি খুবই দ্রুত পরিবর্তনশীল। এর জন্য আমাদেরকে পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে হবে।

/নাঈম/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়