পাবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
পাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ শুরু হবে আজ। সোমবার ( ১৩ নভেম্বর ) কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২১ টি ডিপার্টমেন্ট অংশগ্রহণ করবে। সকাল ১০টায় গণিত বিভাগ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফিফার নিয়ম অনুসরণ করে ২১টি দলকে ৩২টি দলে রুপান্তর এবং খেলা পরিচালনা, বাইলজ ও ফিকচার প্রণয়ন উপ-কমিটির উপস্থিতিতে লটারির মাধ্যমে প্রথম রাউন্ড (বাছাইপর্ব) এবং দ্বিতীয় রাউন্ড ফিকচার নির্ধারণ করা হয়। খেলায় প্রতিটি ম্যাচ নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত বছর চ্যাম্পিয়ন হয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ। কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগকে ১-২ গোলে পরাজিত করে ট্রফি নিজেদের করে নেয় ইইই।
/আহসান/মেহেদী/