ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

শিক্ষার মান উন্নয়নে রাবিতে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ১৪ নভেম্বর ২০২৩  
শিক্ষার মান উন্নয়নে রাবিতে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন প্রাপ্তির লক্ষ্যে শিক্ষার গুণগত মান উন্নয়নে চার দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে সোমবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে এই প্রশিক্ষণ শুরু হয়।

চার দিনব্যাপী এ কর্মশালায় চারটি ব্যাচে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করছেন। এতে সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. মশিহুর রহমান।

কর্মশালার প্রথমদিন সকাল সাড়ে ৯টায় আইকিউএসির সম্মেলন কক্ষে ‘বিএসি স্ট্যানডার্ড, বিএনকিউএফ অ্যান্ড ওবিই কারিক্যুলাম’’ শীর্ষক এই প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে বক্তৃতা করেন, আইকিউএসির পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায় ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আব্দুর রশিদ সরকার।

/বিজয়/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়