নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান রাবি শিক্ষক ফোরামের
রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
একতরফা নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান এবং অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। বুধবার (১৫ই নভেম্বর) রাত ৮টায় ফোরামের সভাপতি অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান (মুক্তা) স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে ফোরামের শিক্ষকরা জানান, বিতর্কিত ও এক তরফা নির্বাচনী তফসিল বাতিল ঘোষণা করে কারাবন্দী বিরোধী দলের তথা জাতীয় নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে। একই সঙ্গে উন্নয়ন সহযোগী দেশগুলো ও জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসমূহের পরামর্শ গ্রহণ করে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন ও নির্বিঘ্নে ভোট প্রদানের সুযোগ দিতে হবে।
বিবৃতিতে আরও বলেন, জানুয়ারি ২০২৪ সালে হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে ২০১৪ ও ২০১৮ সালের মত প্রশ্নবিদ্ধ নির্বাচনের পুনরাবৃত্তি যেন না ঘটে, সেজন্য প্রয়োজন একটি নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এবং অংশগ্রহণমূলক নির্বাচন। বর্তমান প্রেক্ষাপটে অংশগ্রহণমূলক নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব ছিলো বিএনপিরসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা।
বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য অধ্যাপক এম আমজাদ হোসেনে, অধ্যাপক ড. এম. ফজলুল হক, অধ্যাপক ড. খন্দকার ইমামুল হক, অধ্যাপক ডক্টর শাহেদ জামান অধ্যাপক ড. মো: আব্দুল আলীম, অধ্যাপক ড. মোহাম্মদ আলী, অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান, অধ্যাপক ড. মামুন-উর-রশিদ, অধ্যাপক ড. এম. রেজাউল করিম, অধ্যাপক ড. মোহা: হাছানাত আলী, অধ্যাপক ড. মো: আবুল হাসান, অধ্যাপক ড. এম. সাবিরুজ্জামান, অধ্যাপক ড. জিএম শফিউর রহমানসহ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যরা।
/বিজয়/মেহেদী/