ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

জয় বাংলা ইয়ুথ আ্যাওয়ার্ড পেল বেরোবির টংগের গান

বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ১৯ নভেম্বর ২০২৩  
জয় বাংলা ইয়ুথ আ্যাওয়ার্ড পেল বেরোবির টংগের গান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিল্প ও সংস্কৃতি সংগঠন 'টংগের গান' জয় বাংলা ইয়ুথ আ্যাওয়ার্ড পেয়েছে। টংগের গানের প্রতিষ্ঠাতা লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান আবিরের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়।

ছয়টি ক্যাটাগরিতে তরুণদের ১২টি সংগঠনকে শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর উপকণ্ঠ সাভারে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

টংগের গান দেশের শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনকে উজ্জীবিত রাখতে মো. মাহমুদুল হাসান আবির মিয়া গড়ে তোলেন 'টংগের গান'। মানুষকে দেশের সংস্কৃতির সঙ্গে এক বন্ধনে আবদ্ধ করতে এবং শিশু শিক্ষা, নারীর অধিকার ও নিরাপত্তা, বাল্য বিবাহ, স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্ট সহ সামাজিক সচেতনতা মূলক আরও বেশ কিছু কার্যক্রম পরিচালনা করে তারা।

তারুণ্যের বৃহত্তম প্ল্যাটফর্ম ইয়াং বাংলা ২০১৫ সাল থেকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। এর আগের ছয়টি আসরে ১৪৫ তরুণদের নেতৃত্বাধীন সংগঠনকে সম্মানিত করা হয় এই অ্যাওয়ার্ডের মাধ্যমে। সেই সঙ্গে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরা হয়েছে তাদের সাফল্যের গল্প।

/সাজেদুল/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়