কুবিতে দুর্নীতি বিরোধী র্যালি অনুষ্ঠিত
কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের আয়োজনে দুর্নীতি বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমানের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, 'আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করি, তাহলেই আমরা দুর্নীতিমুক্ত বিশ্ববিদ্যালয়, সমাজ তথা দুর্নীতিমুক্ত দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবো।'
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির বলেন, 'আমরা আজ দুর্নীতির বিরুদ্ধে র্যালি করলাম। শুধু র্যালিতেই যাতে দুর্নীতির বিরুদ্ধে নেওয়া অবস্থান শেষ না হয়ে যায়। যার উপর যে দায়িত্ব তা সঠিকভাবে পালন না করাই এক প্রকার দুর্নীতি। দুর্নীতি শুধু আর্থিক নয়, নানা প্রকারের দুর্নীতি হয়। আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালন করি, তাহলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিমুক্ত একটি পরিবেশ বিরাজ করবে। যা সকলের জন্য মঙ্গলের।'
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন হচ্ছে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পদার্পণ করবে। সেই ভিশনকে বাস্তবায়ন করতে হলে আমাদের মনমানসিকতা উন্নত করতে হবে। পূর্বে বাংলাদেশ বেশ কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই জায়গা থেকে বাংলাদেশ বেরিয়ে এসে উন্নত রাষ্ট্র হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। এই যাত্রাপথে আমাদেরও এগিয়ে আসতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও র্যালির আহ্বায়ক অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান বলেন, আজ আলোচনায় বক্তারা নিজের উপর অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালনের বিষয়ে জোর দিয়েছেন। আমাদের উচিত নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা। এর মাধ্যমে আমরা উন্নতির অগ্রযাত্রায় বাংলাদেশকে আরো এগিয়ে নিতে পারবো।'
/এমদাদুল/মেহেদী/