ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

রাবির ডিন-সিন্ডিকেট নির্বাচনের তফসিল পেছানোর দাবি সাদা প্যানেলের

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ২৩ নভেম্বর ২০২৩  
রাবির ডিন-সিন্ডিকেট নির্বাচনের তফসিল পেছানোর দাবি সাদা প্যানেলের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন অথরিটি নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে বিএনপি ও জামায়াত সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক ফোরাম (সাদা প্যানেল)।

এ দাবি জানিয়ে বুধবার (২২ নভেম্বর) উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন সাদা প্যানেলের আহ্বায়ক অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম।

স্মারকলিপিতে তারা বলেন, ঘোষিত তফসিল অনুসারে আগামী ১২ ডিসেম্বর রাবির বিভিন্ন অথরিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন একতরফাভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেরও তফসিল ঘোষণা করেছে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে বিরোধী দলের চলমান হরতাল-অবরোধ জনজীবনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। প্রায় প্রতি সপ্তাহের অধিকাংশ দিনে বিরোধী দলের আহ্বানে হরতাল-অবরোধ চলমান রয়েছে।

এ পরিস্থিতিতে নির্বাচনী প্রচার প্রচারণা চালানো প্রায় অসম্ভব। একই সঙ্গে ভোট কেন্দ্রে শিক্ষকদের উপস্থিতি সংগত কারণে আশঙ্কাজনকভাবে হ্রাস পাবে।

স্মারকলিপিতে দেশের অচলাবস্থা বিবেচনায় নিয়ে তফসিল স্থগিত করে জাতীয় নির্বাচনের পর বিভিন্ন ক্যাটাগরির অথরিটি নির্বাচন করার জন্য অনুরোধ জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক এফ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদুল হাসান খান মুক্তাসহ সাদা প্যানেলের শিক্ষকরা।

/বিজয়/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়