ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

বাকৃবি সাংবাদিকদের ৮ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ৭ ডিসেম্বর ২০২৩  
বাকৃবি সাংবাদিকদের ৮ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে আট দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর ) সকাল ১০টায় গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) প্রশিক্ষণ কক্ষে ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।

‘ট্রেনিং অন মাল্টিমিডিয়া জার্নালিজম এবং ফিল্ড লেভেল এগ্রিকালচারাল রিপোর্টিং' শীর্ষক কর্মশালায় বাকৃবিতে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালের ১৭ জন সাংবাদিক অংশ নেন।

জিটিআই এর পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো আবুল মনসুর, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো হারুন-অর-রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কো-অর্ডিনেটর ও জিটিআই এর অধ্যাপক ড. মাসুমা হাবীব।

এসময় উপাচার্য অধ্যাপক ড.এমদাদুল হক চৌধুরী বলেন, সাংবাদিকতা একটি সম্মানিত পেশা। বিশ্ববিদ্যালয়ের সব সাংবাদিকই প্রাথমিকভাবে শিক্ষার্থী। কোনোভাবেই শিক্ষাকে ক্ষতিগ্রস্থ করে সাংবাদিকতা করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক সাংবাদিকেরই লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিৎ, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়া। প্রত্যেক সাংবাদিকেরই মননে থাকা জরুরি, যেনো তার লেখার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট না হয়। বাকৃবি প্রশাসন বরাবরই শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধ পরিকর।

/লিখন/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়