ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ইবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ১০ ডিসেম্বর ২০২৩  
ইবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সাহিদা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এবং প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ।

এসময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বাংলাদেশর মানবাধিকারের জায়গা যে খুব শক্ত তা নয়, না ভালো না খারাপ। এই নড়বড়ে যে করছে পরাশক্তিগুলো। বাংলাদেশ আজ ভয়ানক রকমের পটেনশিয়াল দেশ। এক সময় বাংলাদেশের মানুষের অন্ন বস্ত্র ছিলো না। আজ বাংলাদেশের চেহারা সম্পূর্ণ আলাদা। এ দেশের এতো কিছু অর্জনকে অপশক্তি ডেকে দিতে চাচ্ছে।

/ইদুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়