ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

চবি ছাত্রদল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ১১ ডিসেম্বর ২০২৩  
চবি ছাত্রদল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

বিএনপি ঘোষিত চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে মিছিল থেকে গ্রেফতার হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এসময় জাতীয় নির্বাচনের তফসিল বাতিলের দাবিও জানানো হয়।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর কাজীর দেউড়ি এলাকায় বিক্ষোভ মিছিলটি বের করে চবি ছাত্রদল।

চবি ছাত্রদলের সাবেক মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক জালাক সিদ্দিকী, ছাত্রদল নেতা মো. শাফায়াত হোসেন ও এনায়েত ইসলাম দ্বীপের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা মিসবাহ উদ্দিন সাকিব, আমান উল্লাস, আবদুল্লাহ, সাদ উদ্দিন, হুমায়ূন কবির, নাহিন, সাজ্জাদ, জোবায়ের, নোমান প্রমুখ।

এর আগে বিএনপি ঘোষিত চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে বের হওয়া মিছিল থেকে চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, ছাত্রদল নেতা ইমরান হোসেন রাসেল ও সালামত উল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

/আকিজ/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়