ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরামের

হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ১১ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৯:৪২, ১১ ডিসেম্বর ২০২৩
নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরামের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকের পক্ষে জনসংযোগ ও প্রচারণা চালানোর বিষয়ে সাধারণ সভা করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শিক্ষকরা।

সোমবার (১১ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে হাবিপ্রবির অডিটোরিয়াম -২’এ প্রগতিশীল শিক্ষক ফোরাম সভাটির আয়োজন করে। এসময় আওয়ামী লীগ সরকারের সাফল্য গাঁথা তুলে ধরে নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার করেন শিক্ষকরা।

প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড.বলরাম রায়ের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, ফোরামের সহ-সভাপতি অধ্যাপক ড. মো. নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস এম হারুন উর রশীদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ প্রমুখ।

উপস্থিত শিক্ষকরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সাফল্য গাঁথা তুলে ধরে ভোটারদের মাঝে সচেতনতা তৈরি করতে চান। তারা তাদের স্ব-স্ব নির্বাচনী এলাকার নৌকার প্রার্থীকে বিজয়ী করতে প্রচারণামূলক কাজে অংশগ্রহণ করতে চান।

সবাই অঙ্গীকারবদ্ধ হয়ে সরকারের ভালো কাজগুলো তুলে ধরে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় দেখতে চান। বাংলাদেশের বর্তমান উন্নয়নমূলক কাজকে ত্বরান্বিত করতে, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে প্রবেশ করতে আওয়ামীলীগের নৌকা প্রতীকের পক্ষে ভোট দেওয়া ছাড়া উপায় নেই এমনটাই ভাবেন তারা।

/সংগ্রাম/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়