ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

‘অস্থিতিশীল পরিস্থিতি উত্তরণে ঐক্যবদ্ধ থাকতে হবে’

বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ১৪ ডিসেম্বর ২০২৩  
‘অস্থিতিশীল পরিস্থিতি উত্তরণে ঐক্যবদ্ধ থাকতে হবে’

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে। এই পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ।

বৃহস্পতিবার ( ১৪ ডিসেম্বর) শহিদ বুদ্ধিজীবী দিবস পালনের পর এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ  আহ্বান জানান।

উপাচার্য বলেন, ‘পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা জাতির বিবেক বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে। বুদ্ধিজীবী হত্যা পৃথিবীর ইতিহাসে একটি বর্বরোচিত ও ন্যাক্কারজনক ঘটনা। বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে পাকিস্তানী দোসরদের দুরভিসন্ধি বাস্তবায়ন হয়নি।

এর আগে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এদিন সকালে রংপুর নগরীর দমদমা বধ্যভূমিতে শোক র‌্যালি ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ প্রমুখ ব্যক্তিবর্গ।

/সাজেদুল/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়