ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

রাবিতে শিয়ালের কামড়ে তিন শিক্ষার্থী আহত

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ২০ ডিসেম্বর ২০২৩  
রাবিতে শিয়ালের কামড়ে তিন শিক্ষার্থী আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিয়ালের কামড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পিছনে তুঁতবাগান সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম তাসনিয়া মৌমি। তিনি চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি। তারা আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় ও ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সন্ধ্যায় তুঁতবাগান সংলগ্ন রাস্তা দিয়ে মেসে ফিরছিলেন তাসনিয়া মৌমি। এসময় পাশের জঙ্গল থেকে একটি শিয়াল বের হয়ে তাকে আক্রমণ করে। শিয়ালটি তার পায়ে এলোপাতাড়িভাবে আঁচড় দিতে থাকে। পরে আশেপাশের মানুষ এসে তাকে উদ্ধার করে। এ ঘটনার কিছুক্ষণ পর আরও দুইজন একইভাবে আহত হন বলে খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

আহত তাসনিয়া মৌমি বলেন, ‘আমি সন্ধ্যাবেলায় ক্যাম্পাসের কাজ শেষ করে ওই রাস্তা দিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডী এলাকায় আমার মেসে যাচ্ছিলাম। হঠাৎ করে জঙ্গল থেকে এক শিয়াল বের হয়ে পায়ে কামড়ে দেয়। পরে আশেপাশের লোকজন দেখে আমায় সেফ করে। কাল রাতেই ট্রিটমেন্ট করেছি। এখন মোটামুটি ভালো।’

এদিকে শিয়ালের আক্রমণের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মাইনুল ইসলাম রাজু বলেন, ‘সাধারণত আমাদের যাদের চারুকলায় যেতে হয় বা মেহেরচণ্ডীর ওই দিকে থাকা হয়, তাদের অনেক সময়ই সন্ধ্যার পর টুকিটাকি থেকে বোটানিক্যাল গার্ডেনের ওই রাস্তায় যাওয়া লাগে। সন্ধ্যার পর ওই রাস্তায় মানুষ কম থাকে। এমনকি পর্যাপ্ত লাইট না থাকায় ওইখানটায় শিয়ালের বেশ আনাগোনা দেখা যায়। কালকের এই ঘটনার পর স্বাভাবিকভাবেই একটু ভয় হচ্ছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আমরা কাল সন্ধ্যায় কামড়ের ছবি দেখার পর খোঁজ নিয়ে জানতে পারিনি আহত শিক্ষার্থীরা কোন বিভাগের। আর শেয়াল সাধারণত মানুষকে কামড়ায় না। তবে এটা খেপাটে শিয়াল বা কুকুর জাতীয় কিছু হতে পারে।’

তিনি আরও বলেন, ‘ক্যাম্পাস যেহেতু পশু-পাখির অভয়ারণ্য। সেজন্য আমরা প্রথমত সবাইকে সচেতন হয়ে চলাফেরা করার জন্য বলবো। আর এ বিষয়ে আমরা আলোচনা করে দেখবো, কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কি-না।'

/শাকিবুল/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়