ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

উপাচার্যের পদত্যাগের দাবিতে চবি শিক্ষকদের প্রতিকী অনশন

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ২০ ডিসেম্বর ২০২৩  
উপাচার্যের পদত্যাগের দাবিতে চবি শিক্ষকদের প্রতিকী অনশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রতীকী অনশনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 

বুধবার (২০ ডিসেম্বর) দুপুর একটায় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক সমিতির চলমান অবস্থান কর্মসূচি থেকে সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী এ  ঘোষণা দেন। 

অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ‘আমরা একটা ন্যায়সঙ্গত আন্দোলনে আছি। বিশ্ববিদ্যালয়ের আইন সমুন্নত রাখার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অবিলম্বে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবি করছি। আন্দোলনরত শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আমরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করব।’

প্রসঙ্গত, প্রয়োজন ছাড়াই বাংলা ও আইন বিভাগে ৯ জন শিক্ষকের নিয়োগের অভিযোগে প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে শিক্ষক সমিতি। মঙ্গলবার বিতর্কিত এই নিয়োগ বোর্ড স্থগিত হলেও নানাবিধ অনিয়মের অভিযোগ এনে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবি জানাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

/আকিজ/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়