ঢাকা     রোববার   ০৭ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৩ ১৪৩১

‘উপাচার্য খেয়ালখুশি মতো বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে’

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ২১ ডিসেম্বর ২০২৩  
‘উপাচার্য খেয়ালখুশি মতো বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খেয়ালখুশি মতো বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত প্রতীকী অনশনে অংশ নিয়ে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এসব কথা বলেন।

এসময় উপাচার্যকে উদ্দেশ্য করে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, ‘সিন্ডিকেটে বিভিন্ন সিদ্ধান্ত প্রণয়নের মধ্য দিয়ে চবির ১৯৭৩ সালের বঙ্গবন্ধুর তৈরি অ্যাক্টকে ভেতর থেকে অকার্যকর করার একটা প্রক্রিয়া আপনারা চালু করেছেন। সিনেটসহ বিভিন্ন প্ল্যানিং কমিটির সিদ্ধান্তকে পাশ কাটিয়ে নিজেদের খেয়ালখুশি মতো বিশ্ববিদ্যালয় পরিচালনা করে বিশ্ববিদ্যালয় অ্যাক্টকে আপনারা অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত আছেন।’

তিনি বলেন, ‘প্রয়োজন ছাড়াই বিশ্ববিদ্যালয়ের বাংলা ও আইন বিভাগে ৯ জন শিক্ষকের নিয়োগের অভিযোগে প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেয় শিক্ষক সমিতি। গত মঙ্গলবার বিতর্কিত এই নিয়োগ বোর্ড স্থগিত হলেও নানাবিধ অনিয়মের অভিযোগ এনে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়ে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক সমিতি।’

তিনি আরও বলেন, ‘উপাচার্য ও উপ-উপাচার্য আমাদের শিষ্টাচার শিখাচ্ছেন। শিষ্টাচার কি জিনিস এটা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের আপনাদের থেকে শিখতে হবে না। উপ-উপাচার্য রসায়নের শিক্ষক। আমি তার কাছে জানতে চাই, কোন শিষ্টাচারের কোন শুদ্ধাচারের বিবেচনায় তিনি পাঁচটি বিভাগের সাতটি নিয়োগ বোর্ডের সদস্য?’

অনশন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সেকান্দার চৌধুরীসহ অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

/আকিজ/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়