ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

কুবির মেডিক্যালে ওষুধ সহায়তা দিলো অপসোনিন

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ২৮ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৫:১৭, ২৮ ডিসেম্বর ২০২৩
কুবির মেডিক্যালে ওষুধ সহায়তা দিলো অপসোনিন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মেডিক্যাল সেন্টারে ২৫ হাজার ৩৩৭ টাকা সমমূল্যের ঔষধ সহায়তা দিয়েছে অপসোনিন ফার্মা লিমিটেড নামক একটি বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার মাহমুদুল হাসান।

জানা গেছে, কুবির মেডিক্যাল সেন্টার মোট ১২ ধরনের ঔষধ সহায়তা পেয়েছে অফসোনিন ফার্মা লিমিটেড কোম্পানির কাছ থেকে। যার বাজার মূল্য ২৫ হাজার ৩৩৭ টাকা।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চীফ মেডিক্যাল অফিসার মাহমুদুল হাসান বলেন, 'এই সাহায্য উপাচার্য স্যারের কারণে সম্ভব হয়েছে। কোম্পানিটি তিন মাস অন্তর অন্তর এই সাহায্য দিবে বলে জানিয়েছে। এই সাহায্যের কারণে কুবির সব স্টেকহোল্ডারদের আমরা আরও ভালো সেবা দিতে পারবো বলে আশাবাদী।'

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মেডিক্যাল সেন্টারকে উন্নত করতে সামনে আমরা আরও কাজ করব।'

/এমদাদুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়