বছর জুড়ে খবরের পাতায় তিতুমীর কলেজ
সিয়াম মাহমুদ || রাইজিংবিডি.কম
চলে যাচ্ছে ২০২৩। বছর জুড়ে নানা ইস্যুতে খবরের শিরোনাম হয়েছে সরকারি তিতুমীর কলেজ। তন্মধ্যে উল্লেখযোগ্য ঘটনাগুলো নিয়ে থাকছে আজকের আয়োজন।
ডিজিটাল লেনদেন
সোনালী ব্যাংক পিএলসি ও উপায় এর সঙ্গে অনলাইন পেমেন্ট সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে সরকারি তিতুমীর কলেজ। ৭ জুন সোনালী ব্যাংক ও ১২ জুন উপায় এর সঙ্গে এ চুক্তি স্বাক্ষর সম্পাদিত হয়। এসময় সোনালী ব্যাংক পিএলসির পক্ষে ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম ও উপায় এর উপদেষ্টা ভুটানের সাবেক রাষ্ট্রদূত জনাব জিষ্ণু রায় চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রাথমিক চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য সেবা
কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিলো প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। শাখা ছাত্রলীগের অফিসিয়াল আবেদনের পর ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ১ ফেব্রুয়ারি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র ও ৩১ জুলাই ‘মানসিক স্বাস্থ্য সেবা সহায়তা কেন্দ্র’ চালু করে কলেজ প্রশাসন। প্রশাসনের শিক্ষার্থী বান্ধব এ কার্যক্রম সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে।
সিসি ক্যামেরার আওয়তায় ক্যাম্পাস
ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পুরো ক্যাম্পাস ও শহীদ আক্কাসুর আঁখি হলকে সিসি ক্যামেরার আওতায় এনেছে সরকারি তিতুমীর কলেজ প্রশাসন।
একাধিক মন্ত্রীর আগমন
এই বছরে কলেজে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুইজন মন্ত্রী এসেছিলেন। ৯ ফেব্রুয়ারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এছাড়া ২৪ সেপ্টেম্বর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
খাবারের দাম বৃদ্ধি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বেড়ে যায় কলেজের ‘তোলপাড় ক্যান্টিন’র খাবারের দামও। মুরগি-খিচুড়ি, ডিম-খিচুড়ি, দই-চিড়া থেকে শুরু করে প্রায় প্রতিটি খাবারের দাম বেড় যায় কয়েক গুণ। এতে করে চাপে পড়ে যায় সাধারণ শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।
৪৩তম বিসিএসে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সাফল্য
গত ২৬ ডিসেম্বর ঘোষিত ৪৩তম বিসিএসে ফলাফলে এ শিক্ষা ক্যাডারে চতুর্থ স্থান লাভ করে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থী সুকুমার রাজবংশী ও তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বিথী প্রধান। সুকুমার রাজবংশী কলেজের দর্শন বিভাগের ১০-১১ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং বিথী প্রধান কলেজের ১৩-১৪ সেশনের গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন।
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান তিতুমীর কলেজ
ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বিএফডিসির এটিএন বাংলার স্টুডিওতে ইউসিবি পাবলিক পার্লামেন্ট সামাজিক সুরক্ষায় সর্বজনীন পেনশন স্কিম নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘সর্বজনীন পেনশন স্কিম দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষায় সহায়ক হবে’ শীর্ষক ছায়া সংসদে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে তিতুমীর কলেজের বিতার্কিকরা চ্যাম্পিয়ন হন।
নতুন ছাত্রী নিবাস চালু
গত ২০২২ সালের ১৮ এপ্রিল কলেজটির দুটি অ্যাকাডেমিক ভবন ও দুটি আবাসিক হল উদ্বোধন করা হয়। তবে ভবন ছাড়া হলগুলো চালু ছিলো না। প্রায় ১ বছর ৮ মাস পর চলতি বছরের নভেম্বরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী নিবাস চালু করেছে প্রশাসন। বর্তমানে কলেজের ভেতরে কলেজের দুটি ছাত্রী নিবাস।
চাকরিচ্যুত
কলেজে ১০তলা বিশিষ্ট ছাত্রাবাস চালু হওয়ার আগেই ১০ লাখ টাকার মালামাল লুটপাট হয়। নির্মাণকাজ চলাকালে তিন বছর ধরে এ লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়ায় কলেজের তিন কর্মচারিকে চাকরিচ্যুত করে কলেজ প্রশাসন। চাকরিচ্যুত তিন কর্মচারী হলেন আঁখি হলের টেকনিশিয়ান নূর ইসলাম, নিরাপত্তা প্রহরী লোকমান হোসেন ও আলাউদ্দিন।
শিক্ষা সফর বন্ধ ঘোষণা
গত ১১ মার্চ নারায়ণগঞ্জে শিক্ষা সফরে গিয়ে স্থানীয়দের মারধরের শিকার হন কলেজের শিক্ষার্থীরা। হামলায় প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। পরে শিক্ষা সফরে যাওয়া ৯০ শিক্ষার্থীকে শোকজ করার সিদ্ধান্ত নেয় কলেজ প্রশাসন। আহতদের শারীরিক অবস্থার উন্নতি হলে তাদের কাছে ব্যাখ্যা চায় কর্তৃপক্ষ। একই সঙ্গে অনুমতি না নিয়ে এমন সফরের বিষয়ে শিক্ষার্থীরকে ভর্ৎসনা করে কলেজ প্রশাসন। পরবর্তীতে কলেজ প্রশাসনের অনুমতি ব্যতীত শিক্ষা সফর বন্ধের ঘোষণা দেয়।
বারে ছাত্রলীগ নেতাদের হামলা
২৩ সেপ্টেম্বর মধ্যরাতে মহাখালীর জাকারিয়া বারে মদ পানের পর টাকা না দিয়ে উল্টো ভাঙচুরের ঘটনা ছিলো কলেজের সবচেয়ে বেশি আলোচিত। ক্যাম্পাসের পার্শ্ববর্তী একটি বার থেকে কয়েক লাখ টাকা, শতাধিক মদের বোতল ও সেখানের প্রয়োজনীয় জিনিসপত্র লুটের অভিযোগে উঠে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় রাজধানীর বনানী মডেল থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনায় জড়িত সবাই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন এবং সাধারণ সম্পাদক জুয়েলের অনুসারী।
ছাত্র অধিকারের নেতাকে মারধর
গত ২৯ মে ছাত্রলীগ নেতাদের মারধরের শিকার হন কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সুমন। এতে তিনি বধির হয়ে যান। এ সময় মারধরের ভিডিও মুঠোফোনে ধারণ করায় কলেজ ছাত্র অধিকার পরিষদের নারী সদস্য সুমাইয়া শারমিনকে আটকে রেখে ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে ভিডিও ডিলিট করে তাকে ছেড়ে দেন কলেজ শাখা ছাত্রলীগ নেতারা।
/মেহেদী/