ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

নানা আলোচনা-সমালোচনায় পার হলো যবিপ্রবির ২০২৩

সজিবুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ৩১ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৪:৫৫, ৩১ ডিসেম্বর ২০২৩
নানা আলোচনা-সমালোচনায় পার হলো যবিপ্রবির ২০২৩

শেষ হয়ে গেল আরও একটি বছর, ২০২৩। নানা ঘটন-অঘটনের সাক্ষী বছরটি। ২০২৩ জুড়ে নানা আলোচনায় মুখরিত ছিলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিদায়ী বছরে যবিপ্রবি চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান, শিক্ষার্থীদের অর্জন ও শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের মারামারি, বহিস্কারসহ বেশকিছু ঘটনায় আলোচিত ছিলো।

চতুর্থ সমাবর্তন

চলতি বছরে যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে চতুর্থ সমাবর্তন-২০২৩  অনুষ্ঠিত হয়। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মনোনীত প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের পর প্রথমে তিনি যবিপ্রবির প্রধান ফটকস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সমাবর্তনের শোভাযাত্রা সহকারে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। এবারের সমাবর্তনে যবিপ্রবির স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ে এক হাজার ৮৩৪ জন গ্রাজুয়েট অংশগ্রহণ করে। তাঁদের মধ্যে ২২ জন গ্রাজুয়েট চ্যান্সেলর স্বর্ণপদক, ২৬ জন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং ৫৬ জন ডিন্স অ্যাওয়ার্ড পান।

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন ছাত্রীরা

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছাত্রী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে যবিপ্রবি। ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যবিপ্রবির মেয়েরা।

১০ লাখ টাকা চাঁদা দাবি করে শিক্ষার্থীকে নির্যাতন

বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হলের ৫২৮ নং রুমে প্রায় ৪ ঘণ্টা ধরে ইসমাইল হোসেন নামের এক শিক্ষার্থীকে আটকে মারধর করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরবর্তীতে তাকে আহতাবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ছাত্রীদের ইভটিজিং করায় বহিরাগত আটক

প্রধান ফটকের সামনে বহিরাগত দ্বারা ইভটিজিং এর শিকার হন যবিপ্রবির দুই ছাত্রী। মধ্যরাতে প্রতিবাদে বিশ্ববিদ্যালয় উত্তাল হলে তৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ। ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

একাডেমিক ভবনে আগুন

গত ১৩ মে মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা দেখতে পেয়ে দ্রুত নিয়ন্ত্রণে আনে বিশ্ববিদ্যালয়ের দুই সংবাদকর্মী ও তাদের এক সহপাঠী। এমন সাহসীকতার জন্য তারা বেশ প্রশংসা কুড়ায়।

ছাত্রলীগ কর্তৃক সাংবাদিক হেনস্তা

গত ২২ মে শহীদ মসিয়ূর রহমান হলে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ (পিইএসএস) ছাত্রলীগের সভাপতি আসিফ আল মাহমুদ ও ছাত্রলীগ কর্মী বেলাল হোসেন সাংবাদিক সমিতির সহ-সভাপতি ও ডেইলি বাংলাদেশ পোস্টের যবিপ্রবি প্রতিনিধি মো. জহুরুল ইসলামকে মারধর করেন। এ ঘটনায় বিচার চেয়ে হল প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।

উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীদের আটকে রেখে ছাত্রলীগের অবস্থান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতি মামলায় চুড়ান্ত অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতিসহ ১২ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এসময় সব পরিবহন ও আবাসিক হল বন্ধসহ উপাচার্যের কার্যালয়ের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ছাত্রলীগ। এতে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ ছিলো।

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

যশোর-চৌগাছা সড়কে চুড়ামনকাঠি রেলক্রসিংয়ের পাশে ইট ভাটার সামনে বিএডিসির একটি ট্রাক (যশোর-ট-১৩৯৪) ও চৌগাছামুখি যাত্রীবাহী ভ্যানে ধাক্কায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন সুমি নিহত হন। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে একাধিকবার মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরিবহন ও লিফট বন্ধের অভিযোগ

জুলাই মাসের মধ্যবর্তী সময়ে পরিবহন পুলের সব বাস ও লিফট বন্ধের অভিযোগ উঠে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। শিক্ষকদের পরিবহন বন্ধে অপমানবোধ করে দীর্ঘ ২২ দিনের ক্লাস-পরীক্ষা বন্ধ করে কর্মবিরতিতে ছিলেন শিক্ষকরা। এতে করে চরম বিপাকে পড়েন সাধারণ শিক্ষার্থীরা।

বেহাল দশায় ক্যাফেটেরিয়া

প্রতিষ্ঠার এক যুগ পেরিয়ে গেলেও স্বাস্থ্যসম্মত খাওয়ার পরিবেশ গড়ে উঠেনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একমাত্র ক্যাফেটেরিয়ায়। মানসম্পন্ন খাবারের অভাব, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিরাপদ খাবার পানি ও স্যানিটেশনের অভাবসহ নানান সমস্যায় জর্জরিত ক্যাফেটেরিয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পত্র-পত্রিকায় লেখালেখি হয় বেশ কয়েকবার। কিন্তু সমাধান এখনও মেলেনি।

জিমনেসিয়ামে গাঁজা গাছ

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা দপ্তরের শেখ রাসেল জিমনেসিয়ামের ফুলের টব থেকে ৪-৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছিলো। জিমনেসিয়ামের প্রবেশপথে থাকা টবের মধ্যে একাধিক গাঁজা গাছের চারা আছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে গাঁজার চারাগুলো ধ্বংস করা হয়।

সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের কমিটি স্থগিত

শাখা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আল মামুন সিমনসহ ৪ শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় আহতরা বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করে। এতে শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। প্রায় একমাস সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকার পর গত ৯ নভেম্বর কমিটির ওপর থেকে আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। পরবর্তীতে ডিসেম্বর মাসে রিজেন্ট বোর্ডের ৯৬তম সভায় ওই ঘটনায় জড়িত ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়।

টাকা নিয়ে সিট দেয়নি হল প্রাধ্যক্ষ

ছাত্রদের একমাত্র আবাসিক হলে আসন বরাদ্দের টাকা নিয়ে প্রায় ৬ মাসেও সিট না দেওয়ায় প্রতারণার অভিযোগ উঠে শহীদ মসিয়ূর রহমান (শমর) হল প্রশাসনের বিরুদ্ধে। প্রায় ৬ মাস আগে দেড়শ শিক্ষার্থী কক্ষ বরাদ্দের জন্য ২ হাজার ৪৯০ টাকা করে হলের একাউন্টে জমা দিলে কক্ষ বরাদ্দের তালিকা প্রকাশ করে হল প্রশাসন। এরপরে ৬ মাস পেরিয়ে গেলেও বিভিন্ন কারণে অনেক শিক্ষার্থী হলে উঠতে পারেননি।

১৭ চাকরিপ্রার্থীকে অপহরণ

লিফট অপারেটরের নিয়োগ পরীক্ষার ১৭ জন চাকরিপ্রার্থীকে অপহরণের অভিযোগ উঠে শাখা ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। অপহরণের শিকার চাকরি প্রার্থীদের দাবি পরীক্ষা দিতে আসার সময় সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাদের ধরে নিয়ে শহীদ মসিয়ূর রহমান হলে আটকে রাখা হয়। পরে বিকালে তাদের ছেঁড়ে দিলে ভুক্তভুগি একজন থানায় মামলা করেন।

গবেষণা প্রকল্পে সাড়ে ৪৪ লাখ টাকা অনুদান লাভ

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরে গবেষণা প্রকল্পের আওতায় সাড়ে ৪৪ লাখ টাকা অনুদান পান যবিপ্রবির ২৮ জন শিক্ষক। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিদ্যুৎ চন্দ্র আইচ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গবেষণা প্রকল্পের অনুদানের বিষয়টি জানানো হয়।

জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে 'বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি'র আওতায় ৬৯৬টি বিশেষ গবেষণা প্রকল্প অনুদান দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। তন্মধ্যে ১৪ টি গবেষণা প্রকল্পের আওতায় যবিপ্রবির প্রধান গবেষক হিসেবে ১৪ জন শিক্ষক ও তাদের আওতাধীন প্রকল্পের সহকারী হিসেবে ১৪ জন শিক্ষক স্থান পেয়েছেন।

সিএসআইআরএল ও জিনোম সেন্টার ল্যাবকে আইএসও সনদ হস্তান্তর

সেন্টার ফর সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিকে (সিএসআইআরএল) আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রকারী প্রতিষ্ঠান আইএসও-এর সনদ হস্তান্তর করা হয়েছে। গত ২৩ ডিসেম্বর দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সনদ হস্তান্তর করা হয়। যবিপ্রবির উপাচার্য ও সিএসআরআইএলের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে এ সনদ হস্তান্তর করেন এদেশীয় কনসালটেন্সি ফার্ম হারমিটেজ অব ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ডস (এইচএমএস) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুন নূর।

/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়