ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

আবারো বাড়লো রাবির ডাইনিংয়ে খাবারের দাম

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ১০ জানুয়ারি ২০২৪   আপডেট: ১১:৫৮, ১০ জানুয়ারি ২০২৪
আবারো বাড়লো রাবির ডাইনিংয়ে খাবারের দাম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খাবারের গুণগতমান ঠিক রাখতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৭টি আবাসিক হলের ডাইনিংয়ে খাবারের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১২ ডিসেম্বরে প্রাধ্যক্ষ পরিষদের এক সভায় ৪ নম্বর সিদ্ধান্ত মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ১৫ জানুয়ারি থেকে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

সভা সূত্রে জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খাবারের মান বৃদ্ধির জন্য আবাসিক হলের ডাইনিংয়ে খাবারের দাম বাড়ানো হয়েছে। দুপুরের খাবার ২৮টাকা থেকে বৃদ্ধি করে ৩৫ টাকা এবং রাতের খাবার ২২ টাকা থেকে বৃদ্ধি করে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সে হিসেবে দু’বেলায় ১০ টাকা বাড়ানো হয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে, অবশ্যই খাবারের মান বাড়াতে হবে। সব হলে খাবারের দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির ফলে কর্মচারীরা ডাইনিং চালাতে হিমশিম খাচ্ছে। তারা দীর্ঘদিন যাবত দাম বাড়ানোর বিষয়টি বলে আসছিলেন। এদিকে দাম বাড়ানো হলে শিক্ষার্থীদেরও সমস্যা। তাই শিক্ষার্থী ও ডাইনিং কর্মচারীদের কথা চিন্তা করে দুবেলা খাবারে ১০ টাকা বাড়ানো হয়েছে। ডাইনিংয়ে খাবারের মান বৃদ্ধি ও প্রতিদিন আলাদা খাবারের তালিকা তৈরি করার শর্তে দাম বাড়ানো হয়েছে।

এর আগে, গত জুলাই মাসের ১ তারিখে প্রথম দফায় দুবেলা খাবারের দাম ৮ টাকা বাড়ানো হয়েছিলো। দুপুরের খাবার ২৪ টাকা থেকে বৃদ্ধি করে ২৮ টাকা এবং রাতের খাবার ১৮ টাকা থেকে বৃদ্ধি করে ২২ টাকা নির্ধারণ করা হয়েছিলো। এবার দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে আবারও দ্বিতীয় দফায় খাবারের দাম বাড়ানো হয়েছে।

এদিকে, হল প্রশাসনের এমন সিদ্ধান্তকে নেতিবাচক হিসেব দেখছেন রাবি শিক্ষার্থীরা। দাম বাড়ানোর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক পোস্ট করতে দেখা যায় শিক্ষার্থীদের।

/বিজয়/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়