ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

পবিপ্রবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

পবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ১০ জানুয়ারি ২০২৪  
পবিপ্রবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৪ পালিত হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী।

পরে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যের পাদদেশে রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, বঙ্গবন্ধুর মুক্তি সহজ বিষয় ছিলো না। তাঁর বিরুদ্ধে পাকিস্তানের সামরিক আদালতে রাষ্ট্রদ্রোহীতার মামলায় মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছিলো। কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে তৎকালিন পাকিস্তান সরকার তাঁর মৃত্যুদণ্ড কার্যকর না করে মুক্তি দিতে বাধ্য হয়। ১৯৭২ সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সদ্য স্বাধীন বাঙালি জাতির কাছে ছিল একটি বড় প্রেরণা। তাই এই প্রত্যাবর্তনকে আখ্যায়িত করা হয়েছিলো ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা হিসেবে’।

সভায় বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন অনুষদের ডিন, সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।

/আনিসুর/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়