ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

শিক্ষামন্ত্রীকে ববি উপাচার্যের শুভেচ্ছা

ববি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ১৩ জানুয়ারি ২০২৪   আপডেট: ১১:৪২, ১৩ জানুয়ারি ২০২৪
শিক্ষামন্ত্রীকে ববি উপাচার্যের শুভেচ্ছা

বাংলাদেশ সরকারের নতুন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর (নওফেল) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া।

শুক্রবারে (১২ জানুয়ারি) রাজধানী ঢাকায় মন্ত্রীর বাসভবনে উপাচার্য ও শিক্ষামন্ত্রীর মধ্যে কুশল বিনিময় হয়। এ সময় উপাচার্য শিক্ষামন্ত্রীকে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উপাচার্য অধ্যাপক বদরুজ্জামান বলেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থায় দক্ষ ও স্মার্ট জনগোষ্ঠীর বিকল্প নেই। শিক্ষামন্ত্রীর যুগোপযোগী পদক্ষেপের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল) পূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে এবার পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেন।

/সাইফুল/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়