ঢাকা     বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১০ ১৪৩১

ঢাবি শহীদুল্লাহ্ হল ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মাহমুদ

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ১৫ জানুয়ারি ২০২৪  
ঢাবি শহীদুল্লাহ্ হল ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মাহমুদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রাণিবিদ্যা বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাকিন আল মাহমুদ চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়া পরিসংখ্যান বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী তুষার ইমরান রানার্স-আপ হয়েছেন।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেনের সভাপতিত্বে উভয় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি এবং ভাল ফলাফল করার লক্ষ্যে শিক্ষার্থীদের শরীর ও মন সুস্থ রাখতে হবে। ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বহিঃপ্রকাশ ঘটে এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে শ্রেণীকক্ষে ও গবেষণাগারে ভালো ফলাফল করার পাশপাশি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১৩টি মূল ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়া, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের জন্য আরও ছয়টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এই হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দিয়ে এ বছর বিশ্ববিদ্যালয়ের সব হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো।

পর্যায়ক্রমে ১৮টি আবাসিক হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম আন্তঃহল এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৪।

/সৈকত/হাসান/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়