ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

ইবির দুই অনুষদে নতুন ডিন 

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ১৬ জানুয়ারি ২০২৪  
ইবির দুই অনুষদে নতুন ডিন 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুইটি অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং আইন অনুষদে খন্দকার তৌহিদুল আনাম (তমাল) নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন।

আগামী দুই বছর তারা এ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে নিয়মানুযায়ী তারা সুযোগ সুবিধা পাবেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে জানা গেছে, কলা অনুষদের সদ্য সাবেক ডিন আরবি বিভাগের মাহফুজুর রহমান অবসরোত্তর ছুটিতে যাবেন। এজন্য সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ১ জানুয়ারি থেকে এমতাজ হোসেনকে পরবর্তী ডিন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে আইন অনুষদে আইন বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সিদ্দিকার মেয়াদ শেষ হওয়ায় পরবর্তী ডিন হিসেবে একই বিভাগের ড. তৌহিদুল আনামকে পরবর্তী ডিন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে কলা অনুষদের ডিন ড. এমতাজ হোসেন বলেন, ক্যাম্পাস খোলার পরপরপরই দায়িত্ব গ্রহণ করেছি। আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো।

/ইদুল/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়