ঢাকা     বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১০ ১৪৩১

জবি ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ১৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৩:২৬, ১৭ জানুয়ারি ২০২৪
জবি ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।

উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছোট হওয়ায় অভ্যন্তরে সম্পূর্ণরূপে মোটরসাইকেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করে নির্দিষ্ট স্থানে মোটরসাইকেল পার্কিং করে হেঁটে নিজ নিজ বিভাগে যাবে।

এর আগে, ক্যাম্পাসে দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর ফলে অনেকে দুর্ঘটনার শিকার হন। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন ধরে আতঙ্ক কাজ করছিল।

/লিমন/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়