ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের শেষদিন আজ

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ১৭ জানুয়ারি ২০২৪  
রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের শেষদিন আজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সময়সীমা আজ বুধবার রাত ১২টায় শেষ হবে। গত ৮ জানুয়ারি এই আবেদন প্রক্রিয়া শুরু হয়।

এদিকে গতকাল মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত তিনটি ইউনিটে মোট আবেদন জমা পড়ে ৩ লাখ ১২ হাজার। আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।

তিনি বলেন, আজ রাত ১২টায় ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হবে। গতকাল বিকাল ৫টা পর্যন্ত মোট তিনটি ইউনিটে ৩ লাখ ১২ হাজার প্রাথমিক আবেদন জমা পড়েছে। এর মধ্যে ‘এ’ (মানবিক) ইউনিটে ১ লাখ ১৩ হাজার, ‘বি’ (বাণিজ্য) ইউনিটে ৭৭ হাজার ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ২২ হাজার আবেদন জমা পড়েছে। তবে একজন শিক্ষার্থী একাধিক ইউনিটে আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে ২৬ জানুয়ারি থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা যায়, প্রাথমিক আবেদনকারীদের মধ্যে থেকে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজারসহ বিভিন্ন কোটার আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (ru.ac.bd) মাধ্যমে প্রাথমিক আবেদন করতে হবে।

/শাকিবুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়