ঢাকা     মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৯ ১৪৩১

রাবিতে মুদি দোকানে চুরি

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ২০ জানুয়ারি ২০২৪  
রাবিতে মুদি দোকানে চুরি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হল সংলগ্ন 'মাসুদ স্টোর' নামের মুদি দোকান থেকে টিনের চাল কেটে মালামাল চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া মালামালের মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন দোকানী।

গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে চুরি হয়েছে বলে জানা গেছে। এর আগেও তার দোকানে পাঁচবার চুরির ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

শনিবার বেলা ১১টার দিকে কথা হয় ভুক্তভোগী দোকানী মাসুদ রানার সঙ্গে। চুরির বিষয়ে তিনি বলেন, আমার প্রায় এক লক্ষ টাকার উপরে মালামাল চুরি হয়ে গেছে। রাতে আমার দোকানে কিছু নগদ অর্থ ছিল, সেগুলোও নিয়ে গেছে চোর। চুরি হওয়া জিনিসের মধ্যে রয়েছে সাবান, লোশন, ফেসওয়াশ, ক্রিম, মোবাইল রিচার্জ কার্ড, বিস্কুট, চকলেট, নগদ অর্থ ইত্যাদি।

'চুরির বিষয়ের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করেছেন কিনা' এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এর আগেও আমার দোকানে পাঁচবার চুরির  ঘটনা ঘটেছে। প্রতিবারই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেছি। কিন্তু কোনো প্রতিকার পায়নি। এজন্য এবার কোনো অভিযোগ করিনি। তাছাড়া আমার দোকানের ছাদ টিনের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছাদ ঢালাইয়ের অনুমতি চাইলেও তারা দেননি।

/শাকিবুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়