ঢাকা     মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৯ ১৪৩১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে জবি শিক্ষার্থী আহত

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ২২ জানুয়ারি ২০২৪  
ছিনতাইকারীর ছুরিকাঘাতে জবি শিক্ষার্থী আহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিসাববিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের ১৩তম আবর্তনের শিক্ষার্থী মানা মুন উর রশিদ ছিনতাইকারীর এলোপাথাড়ি ছুরিকাঘাতে আহত হয়েছেন। গতকাল রোববার (২২ জানুয়ারি) রাতে মোহাম্মদপুর বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।

সোমবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীর সহপাঠী মো. ফয়সালের তথ্য মতে, রাতে মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে বাসায় ফেরার সময় হঠাৎ দুইজন ছিনতাইকারী পেছন দিক থেকে মানা মুনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে আশপাশের মানুষজন ছুটে আসলে ছিনতাইকারী পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীকে আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমাদের এক শিক্ষার্থী ছিনতাইকারীদের কবলে পড়ে আহত হয়েছে শুনেছি। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর আজ সকালে ভুক্তভোগীর সহপাঠীরা এসেছিল। তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

/লিমন/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়